Wellcome to National Portal

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয়,মাগুরা সদর,মাগুরা এর তথ্য বাতায়নে আপনাকে স্বাগতম।

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ অনুযায়ী চায়না দূয়ারী জাল সহ যে কোন ফিক্সড ইঞ্জিন উৎপাদন, মজুদ, আমদানী, বাজারজাতকরণ, পরিবহন, নিজের অধিকারে রাখা, প্রদর্শন করা অথবা ব্যবহার আইনত দন্ডনীয় অপরাধ।


ভবিষ্যৎ পরিকল্পনা

ভবিষ্যৎ পরিকল্পনা:

 অত্র উপজেলার মৎস্য সম্পদ বৃদ্ধির লক্ষ্যে যে সকল পদক্ষেপ নেয়া হয়েছে-

১। উপজেলার প্রতিটি পুকুরে উন্নত সনাতন ও আধানিবিড় পদ্ধতিতে মাছচাষ

২। উপজেলার সরকারী (খাস) পতিত জলাশয়গুলি বিভিন্ন প্রকল্পের মাধ্যমে সংস্কার/পুনঃখনন করতঃ তা মাছ চাষের আওতায় আনা।

৩। প্লাবনভূমি ও উন্মূক্ত জলাশয়ে আরো বেশি পরিমানে পোনামাছ অবমূক্তির মাধ্যমে অত্র অঞ্চলের মৎস্য সম্পদ বৃদ্ধি।

৪। বিভিন্ন ধরনের প্রশিক্ষনের মাধ্যমে মাছচাষীদেরকে আধুনিক পদ্ধতিতে মাছচাষে প্রশিক্ষিত করে তোলা।

৫। খাঁচায় মাছচাষ প্রযূক্তির সম্প্রসারণ।

৬। পুকুরে দেশিয় প্রজাতির ছোট মাছের চাষে চাষীদেরকে উদ্বুদ্ধকরণ।

৭। বিভিন্ন প্যাকেজের প্রদর্শনী স্থাপনের মাধ্যমে চাষীদেরকে সে বিষয়ে উদ্বুদ্ধকরন।

মৎস্য অধিদপ্তর,মাগুরা সদর,মাগুরা।